
সিনিয়র রিপোর্টার : যুক্তরাস্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বাংলাদেশী যুবক বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়াজ উদ্দীন আহমেদ রমিমকে (২২) গুলিকরেহত্যার প্রতিবাদে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মিরসরাই উপজেলা শাখার আয়োজনে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ জুলাই বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরপ্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে শেষ হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় প্রতিবাদসমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার উপদেষ্টা কামরুলহোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই শাখার সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মিয়ামিঠু, দপ্তর সম্পাদক নুর উদ্দিন, আশরাফুল বারী অপু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইয়াজ উদ্দীন আহমেদ রমিমকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতেহবে এবং তার লাশ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করতে হবে। রমিম হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেআমেরিকার দূতাবাস বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। রমিমের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আমরা দেশেরসকল মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশে অবস্থিত আমেরিকার দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষনা করবো।
উল্লেখ্য যে, গত ১৮ জুলাই যুক্তরাস্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ইয়াজ উদ্দীন আহমেদ রমিম নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীরা তার সাথে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্য মাথায় গুলি করেছিলো বলে জানা গেছে। রমিম মিরসরাই উপজেলার করেরহাটইউনিয়নের বাদশাহ মিয়া সওদাগর বাড়ীর মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।