স্টাপ রিপোর্টার
গতকাল (১০ই নভেম্বর ২০২৪ )রোজ রবিবার যুক্তরাজ্যের মহিলা দলের সদস্যসচিব বিএনপির কান্ডারী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, বেগম খালেদা জিয়ার রাজপথের লড়াকু নেত্রী আদর্শবান দুঃসময়ে যার লেখনিতে সারাদেশের জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়েছে, গণতন্ত্র মুক্তির প্রর্বাক্তা, স্বৈরাচার আওয়ামী লীগের চক্ষু সুল, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সাবেক বনানী থানার মহিলা দলের সভানেত্রী অঞ্জনা আলমকে মহাখালী তার নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বনানী থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সংগ্রামী (সভাপতি) ও সাধারণ সম্পাদক ও বনানী থানার শ্রমিক দলের নেতৃবৃন্দ ৷
সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে মোঃ সুলতান আহমেদ সিনিয়র সহ-সভাপতি (সাবেক) বনানী থানা, মোস্তফা আহমেদ সাবেক সাধারণ সম্পাদক বনানী থানা, তাহের চৌধুরী( সাবেক) সদস্য যুবদল বনানী থানা, মোহাম্মদ আলী যুগ্ন সাধারন সম্পাদক (সাবেক) যুবদল বনানী থানা, মোঃ সোহাগ সদস্য বনানী থানা যুবদল শুভ সদস্য ,আনিসুর রহমান সোহাগ সভাপতি ছাত্রদল ২০ নম্বর নং ওয়ার্ড, মুয়ামার রহমান সাধারণ সম্পাদক ছাত্রদল ২০ নং ওয়ার্ড রফিকুল ইসলাম প্রান্ত ছাত্রদল সদস্য বনানী থানা ও শ্রমিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময়ের শেষে লন্ডনস্হর জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম এক বিবৃতিতে জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির প্রতি আস্থা ও বিশ্বাস, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, বাংলার লাখো লাখো দামাল সন্তান গণতন্ত্র মুক্তির সংগ্রামে শরিক হয়ে জেল জুলুম হুদিয়া আহত নিহত খুনগুম হয়েছে , যারা দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে তাদের প্রতি রইল আমার রক্তিম শ্রদ্ধা ৷ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থ কামনা করি ৷ বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে শক্তিশালী করে একটি প্রসূদ্য বিএনপি ও অঙ্গসংগঠন সহ সংগঠন মজবুত করার আহ্বান জানাই ৷