

অসহায় মানুষের পরম বন্ধু, মানবিকতার উজ্জ্বল নক্ষত্র মাটিরাঙ্গা ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম। তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ শে আগষ্ট দুপুরে জামিনিপাড়া জোন গেটে অসহায় গ্রামবাসী, ছাত্র- শিক্ষক,সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন করেন। তাইন্দং, তবলছড়ি ও বড়নাল এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মাটিরাঙ্গা ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম এই যামিনীপাড়া জোনে যোগদানের পর থেকে এ এলাকার চিত্র পাল্টাতে শুরু করে। মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। লেঃ কর্ণেল এবিএম জাহিদুল করিম এর এসব জন কল্যাণ মূলক কর্মকান্ডের জন্য এলাকার মানুষ চিরকাল স্মরণে রাখবে।
যামীনিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল এবিএম জাহিদুল করিম বলেন, বদলি জনিত কারনে চলে যাবো। সকলের জন্য দোয়া রইলো। আমি চলে গেলেও নতুন যে সিও আসবে সেও জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত রাখবে বলে আশা ব্যক্ত করেন।