চট্টগ্রাম ব্যুরো–যাত্রীরা পরামর্শ দিয়ে রেল সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখুক। আমরা রেলসেবা গ্রহিতাদের পরামর্শে আমাদের কার্যক্রম আরো বেগবান করতে চাই। বাংলাদেশ রেল দিবস উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কেক কেটে উদযাপন করার পর এক থাবলেন চট্টগ্রাম রেলওয়ের ডিআরএম সাইফুল ইসলাম।
বুধবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের ১৬১তম জন্মদিন পালন করা হয়।
রেল দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিআরএম সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সরেজমিন বার্তাকে বলেন– “আমরা যারা দায়িত্বশীল কিংবা রেলওয়ের কর্মকর্তা রয়েছি আমরা সবাই বাংলাদেশ রেলওয়েকে সমৃদ্ধির সাথে সামনের দিকে এগিয়ে নিতে চাই। রেলওয়ের উন্নয়নের জন্য পরিশ্রম করে এর সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করতে চাই।এছাড়াও আমরা চাই যাত্রীরা আমাদের পরামর্শ দিয়ে রেল সেবার মান উন্নয়নে আমাদের সহোযোগিতা করুক।
বাংলাদেশ রেলওয়ের ১৬১ বছর পূর্ণ উপলক্ষে এ সময় কেক কেটে বাংলাদেশ রেলওয়ের জন্মবার্ষিকী পালন করা হয়।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ের ডিসিও তারেক মোহাম্মদ ইমরান, ডিআরএম সাইফুল ইসলাম, স্টেশন মাস্টার জাফর আলম, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী সহ চট্টগ্রাম রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরপর ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীগণদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় জানান চট্টগ্রাম ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
উল্লেখ্য যে, ১৮৬২ সালে ১৫ নভেম্বর বাংলাদেশে রেললাইন স্থাপনের মধ্য দিয়ে এদেশে রেল চলাচল শুরু হয়েছিলো।ইতিহাস, ঐতিহ্য,সফলতা ও উন্নত যাত্রীসেবার লক্ষে ১৬১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ রেলওয়ের পদার্পণ।