এম এ শাহিন হোসেন # কুষ্টিয়ার কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুরে তেবাড়িয়া হাজী আলিমদ্দি ওয়াকফ এষ্টেট উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্বাবধানে দোয়া অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ সভাপতি মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাব কুমারখালীর সাংগঠনিক সম্পাদক এম এ শাহিন হোসেন, নির্বাহী সদস্য শাহিন বিশ্বাস, সমাজকর্মী মো. চঞ্চল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী বাহারুল উলুম ব