সিরাজগঞ্জ থেকে শাহীন খান এর তথ্য চিত্রে বিস্তারিতঃ—-
সিরাজগঞ্জ ও ঢাকা থেকে পরিচালিত বাংলাদেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম ৫ম বর্ষপূর্তি উদযাপন করেছে। বুধবার (২০ নভেম্বর) সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাভ্রমণ, কেক কাটা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে নিয়মিত পর্যটকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
নারী উদ্যোক্তা এবং নিয়মিত পর্যটক খুশী আনজুমান বলেন, “নারীদের নিরাপত্তাহীনতার কারণে অনেক ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়। কিন্তু স্মার্ট ট্যুরিজম নারীদের জন্য এক আশীর্বাদ। এদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারি।”
স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন বলেন, “সিরাজগঞ্জ এবং বাংলাদেশের পর্যটনের বিকাশে স্মার্ট ট্যুরিজম কাজ করে যাচ্ছে। আমরা স্বল্পবাজেটে নিরাপদ, আরামদায়ক এবং নির্ঝঞ্ঝাট ট্যুরের আয়োজন করে ভ্রমণপ্রেমীদের জন্য সেরা সেবা দেওয়ার চেষ্টা করছি।”
বেলা ২টায় শুরু হওয়া এই বর্ষপূর্তির কার্যক্রম সন্ধ্যায় সমাপ্ত হয়। অনুষ্ঠানের সফল আয়োজন স্মার্ট ট্যুরিজমের প্রতি অংশগ্রহণকারীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে মনে করেন আয়োজকরা।