সজল আহাম্মদ খান,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু মীরজাফর, কুলাঙ্গার বেইমান, নাফরমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে। যখন তিনি স্বপ্ন দেখছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার, ঠিক তখনই তাঁকে হত্যা করা হয়।’
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এই মন্তব্য করেন।
এ সময় আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিচার শেষ করে বঙ্গবন্ধুর খুনি যারা বাংলাদেশে ছিল এবং যারা বিদেশে ছিল, তাদের এনেও সেই হত্যা মামলার রায় কার্যকর করতে পেরেছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, বাকি খুনিদের ফিরিয়ে আনব কখন?’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী দুজনের মধ্যে একজন আমেরিকায়, অন্যজন কানাডায় অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে জোর আলাপ-আলোচনার মধ্যে আছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিদের এনে এই দেশের মাটিতে বিচার এবং রায় কার্যকর করা না হবে, তত দিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা এই পৃথিবীতে তাঁদের থাকতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি।’
আনিসুল হক বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। আমাদের প্রতিশোধ হবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বানিয়ে আমরা দেখাব যে, বঙ্গবন্ধু কোনো দিন বাংলাদেশে মরবে না, বঙ্গবন্ধুকে বাংলাদেশে মারা যায় না। বঙ্গবন্ধু সব সময়ই বাঙালির মনে জীবিত থাকবেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এর আগে আইনমন্ত্রী রেলপথে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়কেপথে কসবায় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন তিনি।