মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা জালালউদ্দিন এর দিক নির্দেশনা মোতাবেক রাজধানীর মোহাম্মদপুর ৩১নং ওয়ার্ডে রাত জেগে পাড়া-মহল্লায় ছিনতাই ও ডাকাত প্রতিরোধে পাহারা দিচ্ছে মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসার একদল ছাত্র।
শুক্রবার (৯ আগস্ট) রাতে ৩১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসার ছাত্রদের পাহারা দিতে দেখা যায়।
ছিনতাই ও ডাকাত আতঙ্কের বিষয়ে মোহাম্মদপুর জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসার ছাত্ররা জানান যতদিন পর্যন্ত আইন-শৃঙ্খলার আওতাধীন না হয় ততদিন পর্যন্ত আমরা ৩১নং ওয়ার্ডে রাত জেগে পাড়া-মহল্লায় পাহারা দিবো।
ADVERTISEMENT