মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর বায়তুর রহমান জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর ও সুষ্ঠভাবে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেন আয়োজক কমিটি।
আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, বায়তুর রহমান জামে মসজিদের সফল সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর, আদাবর ও শের-ই-বাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল সভাপতি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য, মোহাম্মদপুর থানা সুশীল সমাজের সদস্য এবং সাবেক সংগ্রামী সফল ছাত্রনেতা সৈয়দ বেলায়েত হোসেন বাবু।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ খলিলুর রহমান, মোহাম্মদপুর থানার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাঈমুল হাসান রাসেল, মসজিদের সম্মানিত মুসুল্লিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
বাদ আসর রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা পেশ করেন ইমাম হাফেজ মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ নোমান।
পরিশেষে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানান বায়তুর রহমান জামে মসজিদের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।