শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

মোহাম্মদপুরে হয় ছিনতাকারীরা থাকবে, না হয় আমরা: ওসি ইফতেখার হাসান

Logo
Desk Report 2 শুক্রবার, ০১ ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ণ

মোঃ ইব্রাহিম হোসেনঃ

রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ স্থানীয়রা। অপরাধীরা মোহাম্মদপুরের বসিলা, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা গার্ডেন সিটি, ৪০ ফিটসহ বিভিন্ন এলাকায় ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষের সব লুটে নিচ্ছে। এ অবস্থায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ছিনতাই প্রবণ চাঁদ উদ্যান এলাকায় এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, মোহাম্মাদপুর এলাকায় হয় ছিনতাকারীরা থাকবে, না হয় আমরা থাকব।

মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধের স্বর্গরাজ্য জানিয়ে ওসি ইফতেখার হাসান বলেন, ঢাকা শহরের শীর্ষ ১০ অপরাধীর তালিকা যদি করা হয়, তাহলে এরমধ্যে ৬ জনের জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদপুরে। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। অপরাধ নিমূলে আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে লোকবল ও পরিবহন দেওয়া হয়েছে। আমরা মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

সামাজিক সংগঠন ‘সেভ বিডি’র আয়োজনে এই পদযাত্রায় সংগঠনের সদস্য, স্থানীয় মানুষ এবং মোহাম্মদপুর থানা পুলিশ অংশগ্রহণ করেন।

এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ এবং সেভ বিডির পক্ষ থেকে সাধারণ মানুষকে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …