মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুরে রাত জেগে পাড়া-মহল্লায় ছিনতাই, ডাকাত ও নৈরাজ্য প্রতিরোধে পাহারা দিচ্ছে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১০ আগস্ট) রাতে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় ঘুরে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে পাহারা দিতে দেখা যায়।
ছিনতাই, ডাকাত ও নৈরাজ্য প্রতিরোধের বিষয়ে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান (ইসহাক), যুগ্ন আহবায়ক, মোঃ চৌধুরি বকশী, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাজেদুল হক খান রনি, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ শহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন স্বপন জানান, যতদিন পর্যন্ত আইন-শৃঙ্খলার আওতাধীন না হয় ততদিন পর্যন্ত আমরা মোহাম্মদপুরে রাত জেগে পাড়া-মহল্লায় পাহারা দিবো।