মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টন ও ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সফল সদস্য অলিমপিক হোসেন এর ভাই মোঃ ফরিদুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় নারিকেল বাড়ীয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য, আনারুল আজিম আনার সহ ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বরেণ্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনাসাধারণ। জানাজা নামাজের পূর্বে সেখানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন আনারুল আজিম আনার এমপি ও চেয়ারম্যান মোঃ পারভেজ মাসুদ লিল্টন।
উল্লেখ্য, শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৫ টার সময় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন মোঃ ফরিদুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলার বিভিন্ন রাজনীতিবিদ ও সুশীল সমাজ গভীর শোক প্রকাশ করেছেন।