
মোঃ রিপন হাওলাদারঃ
রাজধানীর মেরুল বাড্ডায় জামায়াত-বিএনপির তিন দিনের অবরোধ প্রতিরোধে সক্রিয় অবস্থান কর্মসূচি পালন করেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৯৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ হুসাইন নুর সাগরের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নেতা কর্মীরা।গত ৩১ অক্টোবর থেকে তিন দিন ধরে চলমান অবরোধের প্রতিদিন এভাবেই সরকার বিরোধী দলের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ৯৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ।
২ নভেম্বর বৃহস্পতিবার মেরুল বাড্ডা প্রধান সড়কে শেষ দিনের অবরোধ প্রতিরোধে ভোর বেলা থেকে সারা দিন নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সতর্ক অবস্থান নিয়ে তাদের অনুকূল কার্যক্রম অব্যাহত রাখে।
৯৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বলেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ জনসাধারণের ক্ষতিসাধন হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিহত করতে আমাদের অবস্থান। তাদের জানমাল নিরাপদ রাখা আমাদের রাজনৈতিক দায়িত্ব।এ ধরনের সকল অরাজক কার্যক্রম প্রতিহত করতে আমরা নেতা কর্মীরা সবসময় মাঠে আছি থাকবো ভবিষ্যতে দিনগুলোতে সক্রিয় ভাবে সকল নাশকতা প্রতিরোধ কর্মকাণ্ডে এ ভাবেই অবস্থান করে যাবো।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জয়নাল আবেদীন বলেন, সরকারের জনপ্রিয়তা নস্যাৎ করতে বিরোধী মনা গোষ্ঠী যে ভাবে হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা আমরা মুজিব আদর্শের কর্মীরা জীবিত থাকা অবস্থায় এ এলাকায় তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেবো না। বাংলার ১৮ কোটি নাগরিকের ভাগ্য উন্নয়নে কাজ করছে দেশরত্ন শেখ হাসিনা আর রাজনৈতিক মাঠ নাশকতা থেকে সুরক্ষিত রাখতে কাজ করছি আমরা নেতা কর্মীরা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাড্ডা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন (জয়নাল),ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা মোঃ রায়হান,বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের (সাবেক) সহ-সভাপতি দীপু গাজী,বাড্ডা থানা যুবলীগ নেতা দিলীপ কুমার সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা ।