মোঃ রিপন হাওলাদার
রাজধানীর মেরুল বাড্ডায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা ৯৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ।
আয়োজিত গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি বসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সদস্য এ এম জাহাঙ্গীর আলম, ফারুক মিলন,২২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম গণি তাপস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমেদ নুর সাগর। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন।
রাষ্ট্র নায়ক শেখ হাসিনার শারীরিক সুস্থতা ও ঘাতকদের বুলেটে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাড্ডা থানা ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।