

মোঃ রিপন হাওলাদার
মাদককারবারী মেয়ে জামাইয়ের প্রলোভনে ইয়াবা কিনতে এসে শ্বশুরসহ ৩ কারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
সোমবার (১৭ জুলাই) দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১৬ জুলাই রোববার দুপুরে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালায় সংস্থাটি। অভিযানের সময় ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক মাদক পাচারকারী মো: আব্দুল কুদ্দুস, মীর রেডিমিক্স কোম্পানির হেল্পার মোঃ নিজাম উদ্দিন এবং মোঃ কাশেম শেখকে আটক করা হয়।
আটক আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক কারবারি। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ইব্রাহিমের থেকে ইয়াবা নিয়ে ঢাকা উদ্যান এলাকার রিপনের কাছে বিক্রি করার জন্য এসেছিল। রিপন মীর রেডিমিক্স কংক্রিটের একজন গাড়িচালক। ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে তার গাড়ির হেল্পার নিজাম উদ্দিন ও শ্বশুর কাশেম শেখকে পাঠায়। নিজাম উদ্দিন খুচরা মাদক ব্যবসায়ী এবং কাশেম শেখ তার মেয়ে জামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িত হয়। ঘটনাস্থল থেকে তাদের দেহ তল্লাশি করে আব্দুল কুদ্দুসের কাছে ৯ হাজার, নিজাম উদ্দিনের কাছ থেকে ৬০০ ও কাশেম শেখের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কি না (ডিএনসি) তা প্রাথমিকভাবে যাচাই বাছাই করতে না পারলেও,তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে যুক্ত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।আটক কারবারিদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে ,যার পরীক্ষা নীরিক্ষা চলমান রয়েছে।
আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোহাম্মদ পুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আর/এস/রি