চট্টগ্রাম ব্যুরো :
জনতার মেয়র ডাঃ শাহাদাত হোসেন আদালত ও জনতার রায়ে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে চট্টগ্রামের দায়িত্ব নেওয়ায় যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও শোভাযাত্রা আয়োজন করে
০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আংশিক ও পাহাড়তলী থানা যুবদল।
এই আনন্দ মিছিল ও শোভাযাত্রার নেতৃত্ব দেন পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজ চৌধুরী।
এই শোভাযাত্রা ও
আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার প্রথম ফসল আমরা চট্টগ্রামবাসী পেয়েছি।
চট্টগ্রামবাসী একজন যোগ্য মেয়ের পেয়েছে। আমরা আশা করছি ডাঃ শাহাদাত ভাইয়ের হাত ধরে চট্টগ্রাম সুপরিকল্পিত নগরীতে পরিণত হবে।