
ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- সমাজে নৈতিকতার প্রসারে ছেলেদের পাশাপাশি মুসলিম মেয়েদেরও দ্বীনি শিক্ষা প্রয়োজন বলে মন্তব্য করেছেনবলে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার (২৬জুলাই) নগরীর এক্সেস রোডের একটি কনভেনশন সেন্টারে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার মধ্যম সরাইপাড়া শাখার বার্ষিকপুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমীন, ডক্টর মাওলানা সাইয়েদ আবু নোমান, আ.ন.মু.রাশিদুল ইসলাম সায়েম,মাদ্রাসারপ্রিন্সিপ্যাল হাবিবুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।