মুরাদনগরে শীতবস্ত্র বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার
শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা রিপোর্টার
মুরাদনগর উপজেলার শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। মুরাদনগর উপজেলা পরিষদের উদ্যোগে ১৩ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরন করেন তিনি।
এসময় উপজেলার ২২টি ইউনিয়নের ১৪৮টি ওয়ার্ডের ২হাজার দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার হয়।
মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খসর, মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযুদ্ধার সন্তান কমিটির সভাপতি শরিফুল আলম চৌধুরী ও মুরাদনগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল সহ আরো অনেকে ।