ফটো সাংবাদিকঃ
মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সদর থানায় দায়ের হওয়া ১৫ নং হত্যা মামলার ২৯০ নং এজাহার নামীয় আসামী শেখ বিল্লালকে গ্রেফতার করা হয়েছে। সে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মৃত হেলাল উদ্দিন শেখের ও কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী শেখের বড় ভাই। বুধবার দুপুরে মুন্সীঞ্জ জেলা দায়রা জর্জ আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত হত্যা মামলার ৩১২ জন আসামীর মধ্যে শেখ বিল্লাল ২৯০ নং এজাহার নামীয় আসামী। আসামী শেখ বিল্লালকে গ্রেফতারের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ADVERTISEMENT