
চট্টগ্রাম ব্যুরো :
একটি বিশেষ গোষ্ঠী আমাদের সমাজকে ধ্বংসের কাঠগড়ায় দাঁড় করিয়ে পালিয়ে গেছে। ভেঙে পরা এই সমাজকে গড়ে তুলতে তরুণ যুবকদেরকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মুছাপুর ইয়ুথ ফোরাম এর প্রধান উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজ সেবক, আলাউদ্দীন শিকদার।
রবিবার (৯ মার্চ) হালিশহর বিশ্বরোড অবস্থিত তায়েফ গার্ডেন রসুই হল রুমে মুছাপুর ইয়ুথ ফোরাম সন্দ্বীপ,চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মুছাপুর ইয়ুথ ফোরাম এর সভাপতি এনএম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও ফেরামের সেক্রেটারি মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের অর্থ সম্পাদক হাফেজ মোঃ কামাল উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবীদ মাও. মোহাম্মদ আবু তাহের, গণ উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আলতাফ উদ্দিন ভুঁইয়া, হালিশহর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যাংকার মোঃ নাজিম উদ্দিন, মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ মাও. নাজিম উদ্দিন সিরাজী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আলাউদ্দীন শিকদার আরো বলেন, চট্টগ্রাম জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা হলো সন্দ্বীপ। এই উপজেলা উপকূলীয় এলাকা হওয়ায় উপজেলার মানুষদের নান দূর্ভোগ পোহাতে হয়। এসব দুর্ভোগ লাঘবে তরুণ প্রজন্মকে সুসংগঠিত হয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। আর মুছাপুর ইয়ুথ ফোরাম অতীতের ন্যয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। সন্দ্বীপ বাসির কল্যাণে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবো ইনশা আল্লাহ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে মাও. মুহাম্মদ আবু তাহের বলেন, সন্দ্বীপের তরুণেরা অনেক বেশি মেধাবী এবং সহসী। তাদের মধ্যে সঠিক মূল্যবোধ তৈরী করতে পারলে আমাদের সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে।
একজন মুসলমান হিসেবে আমাদের সবার চরিত্রে দাঈয়ীর বৈশিষ্ট্য থাকতে হবে। আজকের সমাজে অনেকে ইসলাম চর্চা করতে চাই। কিন্তু যথাযথ গাইডলাইনের অভাবে তারা প্রতারিত হচ্ছে। সুতরাং আমাদের সবার কর্তব্য হচ্ছে নিজে ইসলামকে সঠিকভাবে জানা,মেনে চলা এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেয়া। বিশেষ অতিথির বক্তব্যে মাও নাজিম উদ্দিন সিরাজী বলেন, মুছাপুর ইউনিয়ন সন্দ্বীপের সব থেকে বড় ইউনিয়ন। মুছাপুরের তরুণদের এমন উদ্যোগ আমাদের আনন্দিত করে। মুছাপুর ইয়ুথ ফোরাম প্রতিষ্ঠা লগ্ন থেকে মুছাপুরের মানুষদের মাঝে নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যান্ত আশা ব্যাঞ্জক। আমরা আশা করছি তারা এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন মুছাপুর ইয়ুথ ফোরামের সহ-সভাপতি মোঃ মঞ্জুর হোসেন, আব্দুল কাদের, সহকারী-সেক্রেটারী হাফেজ সোহরাব হোসাইন, এসএম কামরুল হাসান, মোঃ ইব্রাহিম খান, অর্থ সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক রাজিব খান, ক্রিড়া সম্পাদক মোঃ শিহাব উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।