রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনা’র বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবেঃ নূরুন নবী ভোলা

Logo
Desk Report 2 রবিবার, ০৩ ২০২৪, ৪:০০ অপরাহ্ণ

মোঃ ইব্রাহিম হোসেনঃ

মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন, বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নূরুন নবী ভোলা।

রবিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে “বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার” পরিচালনা কমিটির উদ্যোগে ৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবসে স্মরণ সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুন নবী ভোলা বলেন, আমরা আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে থেকে অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের গনতন্ত্র, সুশাসন ও উন্নয়নের জন্য শেখ হাসিনা’র নেতৃত্ব অপরিহার্য।

নূরুন নবী ভোলা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্ট আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ও ৭১’র পরাজিত শক্তিরা সেই কারাগারের মধ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহাম্মেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন, “বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার” পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, রফিকুল ইসলাম মৃধা। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম লিটু।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস, গ্রাফিকস ডিজাইনার স্বপন ভৌমিক ও আওয়ামী লীগ নেতা কাজী ওয়াহেদুজ্জামান স্বপন। সভায় উপস্থিত সকলে ৩রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সভার শেষে মিলাদ পড়ে ৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য ও জাতীয় ৪ নেতার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মনির হোসেন।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …