সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

মিলন হত্যা!

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ০৩ ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ

মো:-মিলন
পিতা:-মওলা বক্স
গ্রাম:-পূর্ব বাহিরমাদী
ইউনিয়ন:-ফিলিপনগর
ডাকঘর:-বাহিরমাদী
থানা:-দৌলতপুর
জেলা:-কুষ্টিয়া।
মিলনের ৮ টুকরো খন্ডিত মৃতদেহ দুর্গম পদ্মার চর হতে উদ্ধার।
এই দুর্গম বালুর চর নিয়ন্ত্রন কার?
এসকে স্বজিব এই বালুর চরে বালু উত্তোলন স্খানে কার শেল্টারে থাকতো!!?এসকে স্বজিবের যত অপকর্ম করতো ওই বালুর স্থানে,বালু উত্তোলনের এই ঘাট নিয়ন্ত্রণ করতো কে!!?কুষ্টিয়া জেলাতে পূর্বে অনেক দুর্ধর্ষ সন্ত্রাসী,লিডার,টপ টেরর এর জন্ম হয়েছিলো,এখন কেউনেই,হয়েছে পতন!
প্রশ্ন হলো:-এসকে স্বজিব কার রাজনীতি করে!??
কার সাথে থাকে?এসকে স্বজিবের লিডারের নামসহ, তাঁর যত অপকর্ম সকল কিছুর বিস্তারিত অপেক্ষামান।
মিলন তোর মৃত্যুর সুষ্ঠু বিচার হবেই হবে।আমরা দৌলতপুর তথা ফিলিপনগরবাসী ছাড় দেবো,ছেড়ে দেবোনা,দেবোনা,দেবোনা।

ব্যাক্তমত:- এসকে স্বজিব বর্তমান যে নেতার শেল্টারে,সে নেতার দখলকৃত বালুর ঘাট হতেই উদ্ধার হওয়া মিলনে খন্ডিত মৃত দেহ,এসকে স্বজিব তাঁর সকল অপকর্মে আশ্রয়কেন্দ্র এই পদ্মার বালুর ঘাট হতে নিয়ন্ত্রণ করে।এসকে স্বজিবের সাহসের খুঁটির জোর কোথায়!??????

 

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …