
নাছির উদ্দিন, সিনিয়র রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় থাকা ভাতা ভোগিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (৩ জুন) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়ার সভাপতিত্বে ধুম ইউনিয়ন পরিষদের সচিব হাসান আহমেদ ঝুমুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাববুব উর রহমান রুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন এবং মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আহমদ খোকা, ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন রানা এবং ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মারুফ হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, সদস্য আরিফ মাহমুদ চৌধুরী লেলিনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ। এছাড়া ধুম ইউনিয়নের ভাতাভোগি ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, কেবল আওয়ামীলীগ সরকার জনগণের কথা চিন্তা করে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল করেছে। সমাজের বিভিন্নস্থরের হতদরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আতায় এনে প্রতিমাসে কোটি কোটি টাকা তাদেরকে ভাতা দিচ্ছে। কোন রকম হয়রানি ছাড়া উক্ত ভাতার টাকা মোবাইল ব্যংাকিংকের মাধ্যমে সরাসরি তাদের পকেটে যাচ্ছে। সদ্য ঘোষিত বাজেটে ফের ভাতা ভোগিদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ভাতা বৃদ্ধি করেছেন। ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়া জানান, উক্ত ইউনিয়নে ৫ শত ৯৪ জনকে বয়স্ক ভাতা, ২ শত ৩৪ জনকে বিধবা ভাতা, ২ শত ১৪ জনকে প্রতিবন্ধি ভাতা, ৩ শত ৬০ জনকে মাতৃত্বকালীন ভাতা, ৮০ জনকে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল, দুই ঈদে ২ হাজার ৪শ জনকে ১০ কেজি করে চাউল, ৩ শত পরিবারকে ১৫ টাকা ধরে ৩০ কেজি চাউল, ৫ শত ৮৯ জনকে টিসিবির পণ্য প্রদানসহ সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠান শেষে কয়েকজন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।