দিদারুল আলম–চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত।
শনিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ বাইপাসে এ দুর্ঘটনা হয়েছে।
নিহত তিন আরোহী হলেন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একইএলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন(১৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাস পার হওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকাএকটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় আরওএকজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুরযাচ্ছিলেন।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক (এসআই) মাসুদ রানা। তিনি বলেন, আমি মাত্রঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতকরতে পারিনি।