নাছির উদ্দিন– চট্টগ্রামের মিরসরাইয়ে দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিম মিয়া (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তারমৃত্যু হয়েছে।
বৃহস্প্রতিবার ১লা ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে মিরসরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরেন।
নিহত সেলিম মিয়া জোরারগঞ্জ থানায় (এএসআই) সহকারী উপ–পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সে চাঁদপুর জেলার মতলবউত্তর থানার ফরাজিকান্দি ডাকঘর এলাকার ঠাকুরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, থানার সাধারণ ডায়েরী নং–২১ (০১/০২/২৪) মূলে থানারএএসআই মো. সেলিম মিয়া (৩৫), থানা এলাকায় সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালীন সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় হঠাৎ বুকে তীব্রব্যাথা অনুভব করলে তার সহকর্মীরা বারইয়ারহাট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়েউন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার স্ত্রী জাকিয়াসুলতানা সোনিয়া (৩০), ও ২ ছেলে সাকিন আহাম্মেদ (১২), সামিউল ইসলামকে (৬) রেখে গেছেন। আমরা তার বিদেয়ী আত্মারমাগফিরাত কামনা করছি এবং তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছি। এদিকে সেলিম মিয়ার মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেএসেছে। এছাড়া মিরসরাই সার্কেল (এএসপি) সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।