বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

মিরসরাইয়ে জমি দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Logo
ifnews05@gmail.com শনিবার, ১০ ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ

মিরসরাই প্রতিনিধি, নাছির উদ্দিন : মিরসরাইয়ে ব্যক্তি মালিকানাধীন জায়গা রাতের আঁধারে জবর দখল করে স্থাপনা নির্মানের পাঁয়তারা, জমির মালিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ প্রতিকার চেয়ে ভূক্তভোগি সম্মেলন করেছেন।

শুক্রবার (৯জুন) সকাল ১১ টায় উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ভূক্তভোগির নিজ বাড়ীতে উক্ত সংবাদ সম্মেলন করা হয়।

এসময় নম্বর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল লিখিত বক্তব্যে বলেন, জুন সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ, কতিপয় অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি মো. নাজিম উদ্দিন রুবেল আমার বড় ভাই মিরসরাইউপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এই অপপ্রচার আমাদের রাজনৈতিক, সামাজিক পারিবারিক সুনাম ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করছি। ইতোমধ্যে আমার বড় ভাই পূর্ব মিঠানালা মৌজায় মিঠাছরা বাজারে শতক এবং দখল শর্তে শতকসহ মোট শতক জায়গা ক্রয়করেন। উক্ত জায়গা জনৈক সন্ত্রাসী নুরুল মোস্তফা পলাশ নামের এক ব্যক্তি আওয়ামীলীগের লোক পরিচয় দিয়ে জবর দখলের চেষ্টা চালায়।পরে আমার বড় ভাই  তাকে সাথে নিয়ে উক্ত ভূমি সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করেন। পলাশ সে পরিমাপকে অমান্য করলে আমরা নম্বরমিরসরাই সদর ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে একাধিক বার নোটিশ প্রদান করলেও সে তা উপেক্ষা করে। পরে ঠা জুন তার সন্ত্রাসীবাহিনী নিয়ে গভীর রাতে উক্ত জায়গার মূল ফটক ভেঙ্গে বিভিন্ন মালামাল লুটপাট করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। বিষয়টি মিরসরাইথানায় অবগত করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। পরে গত ৬ই জুন মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করি। এখন আমিগণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের পরিবারের সুনাম যথাযথভাবে রক্ষা এবং ভূমি উদ্ধারে আইনগত সহায়তা কামনা করছি।

বিষয়ে অভিযুক্ত নুরুল মোস্তফা পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের জায়গায় দখল করিনি। উল্টো তারা তাদের ক্রয়কৃতজায়গা বুঝে না পেয়ে আমার পৈত্রিক সম্পত্তির দখল করার চেষ্টা করায় আমি বাধা প্রদান করলে আমাকের মেরে রক্তাক্ত জখম করে।

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …