
মিরসরাই প্রতিনিধি, নাছির উদ্দিন– আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ভারত থেকে শাড়ীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য সরকারী কর ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে এনে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে আন্ত:জেলা চোরকারবারী দলের সদস্যরা ।
অবৈধ পথে আনা এসব পণ্য পাচারের সময় মিরসরাই থানা পুলিশ প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ীসহ ২টি মাইক্রো গাড়ী এবং চোরাকারবারি দলের ২ সদস্যকে আটক করাহয়।
সোমবার (৫ জুন) দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে মিরসরাই পৌরসদরের ফুট ওভার ব্রীজের নীচ থেকে উক্ত শাড়ীর চালান আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নের্তৃত্বে উক্ত শাড়ীর চালান আটক করা হয়। মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, ভারতথেকে অবৈধ পথে দেশে আসা শাড়ীর একটি চালান ২টি সাদা রংয়ের মাইক্রো গাড়ীতে করে (চট্টমেট্টো চ এর ১১–৪২৫৪ এবং চট্টমেট্টো চ এর১১–৫৪২৫) চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাই ফুট ওভার ব্রীজের নীচে সিগন্যাল দিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয়।
এসময় গাড়ীতে থাকা দুই চালক মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকার নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৮) এবং জোরারগঞ্জ থানারসোনাপাহাড় এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. সোহাগকে (৩৭) আটক করা হয়। পরে গাড়ীতে থাকা ২১ টি বস্তায় মোট ২ হাজার ৩ শত ৫পিছ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিল্ক শাড়ী উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, উদ্ধারকৃত শাড়ী জব্দ তালিকা করে মালখানায় রাখা হয়েছে। আটককৃতদেরপ্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই শাড়ী পাচারের সাথে আর কারা জড়িত তাদেরকেও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায়মামলা দায়েরের প্রস্তুতি চলছে।