
মিরসরাই প্রতিনিধি–চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়েরফুটবল দলের পক্ষে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জনাদ্দনপুর স্কুলের সাথে মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাথে অনুষ্ঠিত খেলায় দ্বিতীয়ার্ধেরশুরুর দিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার খেলাটি মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়েছিলো।
আহত সাখাওয়াত হোসেন সাকিব (১৬) মিঠানালা ভোর বাজার এলাকার রেজাউল করিমের ছেলে।
সাকিবকে প্রাথমিকভাবে মিঠাছরা জেনারেল হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের ২৬ নম্বরওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমের সাথে কথা বললে তিনি জানানআমাদের শিক্ষার্থীসাকিব খেলাধুলায় যথেষ্ট দক্ষ। সে স্কুলের ফুটবল দলের অধিনায়ক। দুর্ভাগ্যক্রমে খেলার দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সাথেধাক্কা লেগে সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
মিঠানালা ১০ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সাথে এ বিষয়ে কথাবললে তিনি বলেন, “এ ধরনের স্কুল প্রতিযোগিতায় কোনো ধরনের আর্থিক সহযোগিতার ব্যবস্থা নেই।আমি সাকিবের পরিবারের সাথেহাসপাতালে গিয়ে কথা বলে এসেছি। তার চিকিৎসার জন্যে প্রয়োজনীয় খরচগুলো স্কুল কমিটির সভাপতি হিসেবে আমি ব্যয় করবো।“