
সিনিয়র রিপোর্টার, মিরসরাই- চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় বিশেষ অভিযানে বিদেশী মদসসহ এক মাদক কারবারিকে আটককরেছে মিরসরাই থানা পুলিশ। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মিনি পিকাপ জব্দ করা হয়। রবিবার ১৩ই আগস্ট রাত ৩ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর এলাকা থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধারেরসময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসেরসামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকাপ (ফেনী-ন-১১-০৭৭১) আটক করে। এসময় গাড়ী তল্লাশী করে চালকের জিম্মায়থাকা ৯৪ বোতল বিদেশী মদ, অনুমান মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা, ১৪ কেজি গাঁজা মূল্য অনুমান ২ লক্ষ ১০ হাজার টাকা। এঘটনায়মাদক পরিবহণের দায়ে চালক ফেনী জেলার ফেনী থানার ১১ নং মৌটবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামেরমোল্লাবাড়ীর আমিনুল হকের ছেলে মো. কফিল উদ্দিনকে (২৫) আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় বিদেশীমদসহ আমরা একজনকে আটক করি। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (০৯) দায়ের করা হয়েছে। তাকেবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।