বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

মিরপুরে দর্পন হাউজিংয়ের দখলে থাকা খাসজমি জমি উদ্ধার করলো ঢাকা জেলা প্রশাসন

Logo
Ripon Howladur বৃহস্পতিবার, ৩১ ২০২৩, ২:৪৭ অপরাহ্ণ

মোঃ রিপন হাওলাদার

রাজধানীর ঢাকা মহানগর মিরপুর রাজস্ব সার্কেল এর ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে
অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।

(৩১ আগস্ট ২৩ ইং বৃহস্পতিবার )এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দর্পণ হাউজিং এর দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১ নং খতিয়ানের ১৪০৮ নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬ নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪ নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫ নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।

এ খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড এবং লাল পতাকা স্থাপন করা হয়। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে বলে গণমাধ্যমে শাখা হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর/এস/সরে

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ADVERTISEMENT মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: ADVERTISEMENT লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান …

ADVERTISEMENT ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় …

ADVERTISEMENT ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের …