বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া প্রকাশিতব্য মিডিয়া ভুক্ত, জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি খালি থাকার সাপেক্ষে, বিভাগ, জেলা, উপজেলা, মাল্টিমিডিয়া রিপোর্টার ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেবে।
আগ্রহীদের সিভি বা ব্যক্তিগত তথ্যসহ (ছবি, ই-মেইল এবং ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি) যোগাযোগ করতে হবে।
আবেদনের সঙ্গে স্থানীয় ইস্যু ভিত্তিক একটি বিশেষ প্রতিবেদন ও তিন থেকে পাঁচ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন পাঠাতে হবে। ভিডিও প্রতিবেদনের বিষয় হিসেবে স্থানীয় ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পর্যটন, শিল্প সংস্কৃতি, পরিবেশ-প্রতিবেশ সংকট প্রাধান্য দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে প্রতিবেদন-যোগ্য অফেরতযোগ্য। এমনকি জাতীয় দৈনিক সরজমিন বার্তা সেগুলো নি:শর্ত ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
সিভি পাঠাবেন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে news.sorejomin@gmail.com
অথবা
faroukhossain07@gmai.com এই ঠিকানায়। এছাড়াও ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে সম্পাদকীয় ও বার্তা বিভাগ। ঠিকানা ৫৫/১ পুরানা পল্টন ইসলাম এস্টেট ( ৮ তলা) ঢাকা ঠিকানায়।
Website: www.sorejominbarta.com
Contact +8801731808079
+8801715959344