গত ৫ আগষ্ট বাংলাদেশ জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
আর এই আনন্দে সারা বাংলাদেশে মানুষ যখন রাস্তায় নেমে উল্লাস করতেছে। তখন লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজারে হাজারো মানুষ উল্লাস করতেছিলো।
সেই সময় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার এক জন পেশাগত সংবাদ কর্মী হিসেবে সাংবাদিক নিজাম উদ্দিন মান্দারী বাজার থেকে সরাসরি তার ফেইজবুকে দেখাতে গেলে ও পেইজে । যেখানে জ্বালাও পোড়াও, কোন দলের বিরুদ্ধে বলা হয় নাই।
এই সময় তাকে কেউ বিডিও করতে নিষেধও করে নাই।
সে ছিলো হ্যাসটেক রেস্টুরেন্টের তিন তলা গেইটে, সেখান থেকে বিডিও ধারণ করতেচিল ।
১০/১২ মিনিট চলার পর এক দল সন্তাসী এসে তার ৪০ হাজার টাকা দামের মোবাইল টি প্রথমে টান দিয়ে নিয়ে যায়।
এর পর ৩ টা মাইক্রোফোন, একটা ক্যামেরা স্টান, ও মানি ব্যাগ নিয়ে যায় লুট করে।
এর পর ঐ সন্তাসী বাহিনী তাকে মেরে পেলার জন্য মাথায় অন্তত ২০ টা বারি মারে, এছাড়াও এলোপাতাড়ি তাকে মারে, এই সময় এলাকার অনেক বন্ধু বান্ধব এসে বহু কষ্টে তাকে প্রানে রক্ষা করে,।
এই বিষয়টি স্থানীয় বি এন পির নেতার সাথে আলাপ করলে তারা সমবেদনা জানিয়েছেন। তবে মালামাল উদ্ধার ও হামলা কারিদের সনাক্ত করার ব্যাপারে কিছুই বলতে পারছে না বলে জানিয়েছেন।