
সাফিউল ইসলাম রকি নওগাঁ মান্দা প্রতিনিধি ।
আজ নওগাঁর মান্দায় বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে
বিএনপি জামাতের তথাকথিত হরতাল আগুন সন্ত্রাস নৈরাজ্য এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপজেলার মান্দা ফেরিঘাট থেকে সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা ও কর্মীদেরকে সঙ্গে করে নিয়ে অবস্থান কর্মসূচিতর র্যালি বের হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, এস,এম ব্রহানী সুলতান মাহমুদ গামা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা ,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান ১৪নং বিষ্ণুপুর ইউপি , সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী, মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল-মারুফ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, বলেন বিএনপি জামাতের তথাকথিত হরতাল আগুন সন্ত্রাস নৈরাজ্য এবং স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা আজ অবস্থান কর্মসূচিত পালন করছি কোনভাবেই যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথা নাড়া/ চাড়া দিয়ে না উঠতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ।