‘মানুষের চাহিদারও শেষ নাই, শেখ হাসিনার দেওয়ারও শেষ নাই’
মোঃ নুর হোসেন সাভার প্রতিনিধি:
মানুষের চাহিদারও যেমন শেষ নাই, দেশরত্ন শেখ হাসিনার দেওয়ারও শেষ নাই এমন মন্তব্য করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সোমবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের ভাকুর্তায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভাকুর্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মঞ্জুরুল আলম রাজীব বলেন, এই অর্থবছরে সাভার উপজেলা থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে সর্বোচ্চ ৫৫ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে ভাকুর্তা ইউনিয়নে। এটা একটি নজীরবিহীন ঘটনা এবং ঢাকা জেলার কোনো ইউনিয়নেও মনে হয় এত টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয় নাই। ভাকুর্তা ইউনিয়ন এখন একটি শহরে পরিণত হয়েছে। যারা ঢাকা শহরে জায়গা জমি কিনতে ব্যর্থ হয়েছেন, তারা এখন বসবাসের জন্য সবার আগে ভাকুর্তাকে বেছে নিচ্ছেন।
উন্নয়নের প্রসঙ্গে রাজীব আরও জানান, আপনাদের সুপেয় পানির সমস্যা আছে। এটা জেনে অন্য ইউনিয়নের চেয়ে আপনাদের ইউনিয়নে বেশী গভীর নলকূপ এর বরাদ্দ প্রদান করেছি। আপনাদের চলাচলের জন্য নতুন করে ২৯ কোটি টাকা বরাদ্দে ব্রিজের কাজ শুরু হয়েছে। এই ব্রিজ হয়ে গেলে ঢাকা এবং ভাকুর্তার মধ্যে যোগাযোগ অতি সহজ হয়ে যাবে। সব চাহিদা পূরণ হবে আপনাদের। একটি কথা জানবেন, মানুষের চাহিদার যেমন শেষ নাই, দেশরত্ন শেখ হাসিনার দেওয়ারও শেষ নাই।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পৃথিবীর কোনো সরকার ও রাষ্ট প্রধান যে বিষয় বাস্তবায়নের সাহস করেন নাই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাহস করেছেন। সেটা হলো প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প। তিনি ঘোষণা দিয়েছিলেন এদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নে কাজও করে চলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় সাভারকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। তাই শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি।
মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, আপনারা খুব আনন্দ সহকারে প্রতিটি ওয়ার্ডের কমিটি করেছেন। এজন্য স্থানীয় চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এবং সকল সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই কমিটি বানালেই হবে না, এর নিয়মিত ফলোআপ ও করতে হবে।
তিনি বলেন, তৃণমূল কর্মীদের স্বার্থ একটাই, তাহলো দেশপ্রেম। এর সাথে আরও রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি প্রেম এবং দেশরত্ন শেখ হাসিনার প্রতি প্রেম। আপনারা যদি অতীত পর্যালোচনা করেন তবে দেখবেন, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ ছিল আওয়ামী লীগকে কোনোভাবেই পরাজিত করা যায় নাই। শুধুমাত্র নিজেদের মধ্যেকার কোন্দলের কারণেই আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আমরা মানুষ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মতবিরোধ থাকবেই। কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সকল হিংসা, বিদ্বেষ, মতবিরোধ বাদ দিয়ে একাত্মা হয়ে যেতে হবে। এই ম্যাসেজ আজ যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এখানে নাই আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। আমাদের সকলকে এক দেহসত্বায় পরিণত হতে হবে।
ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ভাকুর্তার সর্বস্তরের জনগণ।