ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলীকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকছড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার রেহেনা মোস্তফা এবং সভাপতিত্ব করেন যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী তার বক্তব্যে সকল সহকর্মী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই উপজেলায় দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারাটা আমার জন্য গর্বের বিষয়।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ লিয়াকত আলী তার দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং শিক্ষাকে মান-উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন।
এই সময় মানিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, রানী নেহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউল্ল্যাহ, কামরুজ্জামান (সহকারী প্রধান শিক্ষক, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ বশির আহমেদ (প্রধান শিক্ষক, বড়ডলু উচ্চ বিদ্যালয়), মোঃ সাইফউদ্দিন (সুপার, গচ্চাবিল দাখিল মাদ্রাসা) ও হাকিম উদ্দিন (সহকারী প্রধান শিক্ষক, বটতলী উচ্চ বিদ্যালয়) উপস্থিত ছিলেন।