মাসুম বিল্লাহ,
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে একটি গণসমাবেশ ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ কলাতিয়ার খাড়াকান্দি মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সুবহান মুন্সী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কে এম দীন ইসলাম।
সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মিছিল সহকারে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ডা. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, ৫ই আগস্টের পর জনগণের মধ্যে সাম্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এক স্বৈরাচারের পতনের পর আরেক নতুন স্বৈরাচার তার স্থান দখল করেছে।
তারা আরও বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র কার্যকর পন্থা। বক্তারা জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন।