বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পন্থা

Logo
Desk Report 2 শনিবার, ০৭ ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

মাসুম বিল্লাহ,
নিউজ ডেস্কঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে একটি গণসমাবেশ ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ কলাতিয়ার খাড়াকান্দি মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুস সুবহান মুন্সী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কে এম দীন ইসলাম।

সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মিছিল সহকারে যোগ দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ডা. দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, ৫ই আগস্টের পর জনগণের মধ্যে সাম্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে এক স্বৈরাচারের পতনের পর আরেক নতুন স্বৈরাচার তার স্থান দখল করেছে।

তারা আরও বলেন, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র কার্যকর পন্থা। বক্তারা জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …