
খাদেমুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো – চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বিছিন্ন ইউনিয়ন উড়িরচরে একমাত্র উচ্চ বিদ্যালয় হচ্ছে উড়িরচরনিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। চরাঞ্চলে শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি ২০০৩ সালে স্থানীয় বাসিন্দাদেরসহযোগিতায় প্রতিষ্ঠা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) থেকে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক পাঠদানের স্বীকৃতিপেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক নোটিশের মাধ্যমে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী (৩ বছর) ২০২৫ সাল পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে একাডেমিকপর্যায়ে স্বীকৃতি প্রদান করা হল। ২২ আগস্ট মঙ্গলবার শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর সাক্ষরিত এক নোটিশেরমাধ্যমে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান মুঠোফোনে সরেজমিন বার্তাকে বলেন, উড়িরচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নিন্ম মাধ্যমিকথেকে মাধ্যমিকে পাঠদানের অনুমতি পাওয়ায় আমরা আনন্দিত। এটি আমাদের প্রচেষ্টা ছিলো, দীর্ঘদিন পর এ অনুমোদন আসায়আমাদের এস.এস.সি পরিক্ষার্থীরা অন্য স্কুলের নামে পরিক্ষা দেওয়া লাগবেনা।
উড়িরচরের স্থানীয় বাসিন্দা সন্দ্বীপ এবি কলেজের স্নাতক শিক্ষার্থী টিপু সুলতান বলেন, ‘দীর্ঘদিন পর এমন খুশির খবর পেয়ে সত্যিইআনন্দিত। আমি আশা করি উড়িরচর সন্দ্বীপ উপজেলার বিছিন্ন ইউনিয়ন হিসেবে চিন্তা করে ঐ স্কুলের পরিক্ষার্থীদের সেখানে পরিক্ষানেওয়ার সুযোগ করে দিবে শিক্ষা বোর্ড।’