সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অস্ত্রোপ্রচার শুরু

Logo
Azizur Rahman Joy বুধবার, ০৫ ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর ৫০শষ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছরপর সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মাধবপুর পৌরসভার  কাটিয়ারা গ্রামের পাপড়ি রানী পাল (২৪) প্রথম সিজারিয়ান তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন।

 

আজ ৫ জুলাই বুধবার দুপর ১২টায় এ প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন।

 

এর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত বিন কুতুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবুল হাসনাত ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সহ সাংবাদিক ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এতে ৩১ শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নীত করা হয়।

 

এতে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোন প্রকার জামেলা ছাড়াই দরিদ্র অসহায় অন্তঃসত্ত্বা নারীরা সিজারিয়ান সেবা হাসপাতালে পাবে। স্থানীয় সংসদ সদস্য বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর প্রচেষ্টায় এ সেবা চালু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, উপজেলা পর্যায়ে প্রসূতি মায়েদের জন্য সরকারি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা খুবই সীমিত। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরেও যে, আমরা চালু করতে পেরেছি সেটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার।

ADVERTISEMENT

 

এই সেবা চালমান রাখতে আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। আসার পরে সিজারিয়ান ওটি চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সিজারিয়ান অপারেশনে অংশ নেন গাইনি কনসালটেন্ট নুসরাত জাহান, এনেস্থেসিয়োলজিস্ট ডাঃ সুদীপ পাল আবাসিক মেডিকেল অফিসার আবুল হাসনাত, সহ একটি দল। শিশু রোগ বিশেষজ্ঞ জন্ম নেওয়া বাচ্চাদের প্রথম চেকআপ করেন।

 

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়। সোমবার ২০ জানুয়ারি বেলা …

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী …

(চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। …