আজিজুর রহমান জয়, জেলা প্রতিনিধি
পানির অপর নাম জীবন। আর সেটি যদি হয সুপেয় পানি। মাধবপুরে কমিউনিটি নলকূপের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে ১ হাজার ৫ শত পরিবার। যেখানে সরকারের মানবসম্পাদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও কাজ সম্পন্ন করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
বর্তমান সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামীণ জনগণের বিশুদ্ধ খাবার পানির সরবরাহের জন্য গত অর্থ বছরে হবিগঞ্জ জেলার বাঘাসুরা, বহরা, ধর্মঘর, আদাঐর, নোয়াপাড়া, জগদীশপুর, বুল্লা সহ ছাতিয়াইন ইউনিয়নে ৩৮টি কমিউনিটি বেইসড স্মল পাইপ ওয়াটার সাপ্লাই এর জন্য মনোনীত করা হয় মনির ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানিকে।
৩৮টির মধ্যে ২২টি প্রজেক্ট এর কাজ শুধু বোরিং পর্যন্তই সীমাবদ্ধ। প্রকল্পের মেয়াদ ৭ মাস পার হয়ে গেলেও আলোর মুখ দেখেনি। কবে পাবে সুপেয় পানি। এ নিয়ে অত্র এলাকার জনগণের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সুপেয় পানি থেকে বঞ্চিত মোঃ উজ্জ্বল খান জানান, চরম খড়ার এই দুঃসময়ে সুপেয় পানির অভাবে শিশুদের মাঝে দেখা দিয়েছে নানাবিধ রোগের উপসর্গ, বিঘ্নিত হচ্ছে ঘর গৃহস্থালির কাজ।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী তাহমিনা খানম জানান, প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং ৭ মাসে প্রায় ২৫% কাজ সম্পন্ন করা হয়েছে। ৯ নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল জানান আমরা প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করার জন্য চাপ দিচ্ছি, ৪ নং আদাঐর ইউনিয়নের ইউপির সদস্য মোঃ বাবুল মিয়া বলেন, মনের ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা হয়েছে অচিরেই বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে, হবিগঞ্জ জেলার মাধবপুর চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় ৩৮টি করে ৩ উপজেলায় ১১৪টি কমিউনিটি নলকূপ স্থাপন করে ৪ হাজার ৫শ ৬০টি পরিবারের মাঝে পানির সরবরাহের জন্য ১৪ কোটি, ১৮ লাখ, ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রকল্পের কাজ ৪শ ৫০ দিনে শেষ করার জন্য সময় বেঁধে দিয়ে কার্যাদেশ জারি করা হয়
ADVERTISEMENT