আজিজুর রহমান জয়, জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর বাজারে সুরেশ প্লাজার নিচ তলায় সূত্রধর গ্লাস এন্ড হার্ডওয়ার স্টোরে গ্লাসের রেক থেকে নামানোর সময় পলাশ সরকার নামে এক ক্রেতা ও দোকানী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মাধবপুর চৌধুরী ফার্নিচারের কর্মচারী পলাশ সরকারকে দোকানের মালিক গ্লাস নামাতে বললে সে গ্লাস নামাতে গিয়ে দোকান মালিকসহ নিজে গ্লাসের চাপায় পড়ে বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। ওই দোকানে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।
এদিকে মাধবপুর ফায়ার সার্ভিস এর একটি টিম মনোতোষ মন্ডল এর নেতৃত্বে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
আহতদের উদ্ধার করে মাধবপুর ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।