আরাফাত নুর :
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় শহীদদের স্মরণে কুরআন খতম ও বিজয় র্যালি করেছে উত্তরা বাইতুল মুমিন মাদরাসার শিক্ষার্থীরা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধায়নে কুরআন খতম ও পরে একটি র্যালি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ আজমপুর,মুন্সিমার্কেটে এসে শেষ হয়। এ সময় প্রধান সড়কে জাতীয় পতাকা বুকে ধারণ করা র্যালিটি এক চমক সৃষ্টি করে।
র্যালিতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ‘জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশ ও জাতির অতন্দ্র প্রহরী ওলাময়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।’
মাদরাসার শিক্ষা পরিচালক মুফতি মাহমুদুল হাসান জানান, ‘জাতীয় দিবসগুলোতে আমাদের মাদরাসায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশেপ্রেম তৈরি করতে এসব উদ্যোগ নেওয়া হয়। ’
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়তে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় মাদরাসার সকল স্টাফ ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।