বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মাটিরাঙ্গা বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ, জনসাধারণের মাঝে স্বস্তি

Logo
Desk Report 2 মঙ্গলবার, ০৭ ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ

মোঃ আব্দুর রাজ্জাক সুমন,

মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির নবগঠিত সভাপতি মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক খন্দকার সাইমউদ্দিন মুকুট বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাজারে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের একটি টিমসহ বাজার পরিদর্শন করেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে বাজারের রাস্তার দুই পাশে শীতকালীন সবজি, ফল এবং অন্যান্য জিনিস বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে যান চলাচল সহজ করতে এবং ফায়ার সার্ভিসের জরুরি গাড়ির জন্য রাস্তা ফাঁকা রাখার বিষয়ে বিক্রেতাদের সচেতন করা হয়।

এছাড়া, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিক্রেতা এবং স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। এই উদ্যোগ যানজট নিরসন, জনসাধারণের চলাচল সহজ করা এবং বাজারকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনসাধারণ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাজার পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …