মোঃ আব্দুর রাজ্জাক সুমন,
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র দেবনাথ এর নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের উদ্দেশ্যে যাত্রী সেজে শান্তি পরিবহন কাউন্টারের সামনে অবস্থান করছিলেন তিনি। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং মাটিরাঙ্গা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।