ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১টি দেশীয় এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ ব্রজেন ত্রিপুরাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মাটিরাঙ্গা থানাধীন ৫নং বেলছড়ি ইউনিয়নের ০২নং ওয়ার্ড অযোধ্যায় পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি যামিনীছড়ার বাসিন্দা বলে জানায় পুলিশ।
অস্ত্র ছাড়াও এসময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ADVERTISEMENT