মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুধীন বিকাশ ত্রিপুরা (৪৫) দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ির স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধীন ত্রিপুরার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার কাজলী ত্রিপুরা জানান, সুধীন ত্রিপুরা সারাদিন কাজ শেষে সন্ধ্যায় ওয়াচু এলাকার নিজ চায়ের দোকানে বসে দলের কর্মসূচি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন। এ সময় বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশকারীদের দলভুক্ত করার ঘোষণা দেন তিনি। এই ঘোষণাকে কেন্দ্র করে কয়েকজন আওয়ামী লীগ সমর্থক তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং পরে দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিতে তার ওপর আক্রমণ চালায়।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া) এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী মাটিরাঙ্গা এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিরোধ বলে জানা গেছে। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মাটিরাঙ্গা প্রতিনিধি:
০১৮৮৩৮১০০২০