শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত ১

Logo
ডেস্ক রিপোর্ট রবিবার, ২৪ ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

মোঃ আব্দুর রাজ্জাক সুমন
মাটিরাঙ্গা প্রতিনিধি:

পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলাম নগর ধলিয়া এলাকায় ট্রাক্টর উল্টে মনির হোসেন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় রুমন (১৫) নামে এক কিশোর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসলাম নগরের একটি টিলা থেকে নামার সময় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত চালক মনির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন ইসলাম নগর এলাকার কৃষক শুক্কুর আলীর ছেলে। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মনির কয়েকদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন। তবুও জীবিকার তাগিদে সকালে পাশের জমি থেকে ধান আনতে যান। ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় তার বুকের ব্যথা বেড়ে যাওয়ায় স্ট্রোক করতে পারেন, যা তার নিয়ন্ত্রণ হারানোর কারণ হয়ে দাঁড়ায়।

এ সময় ট্রাক্টরে থাকা রুমন গুরুতর আহত হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আইনি কার্যক্রম চলমান রয়েছে।”

ADVERTISEMENT

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আর্থিক সংকটের কারণে মনিরের মৃত্যুতে তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …