
মোঃ মাসুদুল হক :
রমজানে বাজার দরের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় ১৬ মার্চ শনিবার হতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মাত্র ৬০০ থেকে ৬৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করার উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল।
ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বাজারের কিছু অসাধু সিন্ডিকেট ব্যাবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা বিক্রি করে আসছে, সে কারনে মাটিরাঙ্গাবাসী তাদের কাছে জিম্মি হয়ে আছে। রমজানে গরুর মাংস খাওয়ার ইচ্ছে থাকলেও অনেক সল্প আয়ের মানুষের পক্ষে ক্রয় করার সম্ভব হয়ে উঠেনা।
তিনি আরো বলেন, যারা অসহায় গরীব তাদের জন্য আমি ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করবো ইনশাআল্লাহ। আমার লাভের প্রয়োজন নেই, আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের জোট ভেঙে সকলে মাঝে যাতে সাধ্যের মধ্যে বিক্রি করতে পারি এটাই আমার উদ্দেশ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, ছেলে মেয়েরা প্রথম রোজায় গরুর মাংস খেতে চেয়েছিল। কিন্তু বাজারে এসে দাম শুনে খালি হাতে বাড়ি ফেরা ছাড়া কিছইু কিনতে পারিনি।
বাজারে আসা অনেক ক্রেতারা বলেন, রুবেলের এমন মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়। মহান আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন।