
মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাংগলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রওশন মোল্লার পুত্র ও আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান বকুল (৪৩) উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলা হয়েছে ।
রবিবার ১৭ নভেম্বর রাত ৭ টার সময়, ব্যাঙ্গা বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে গাংগলিয়া গ্রামের ফাঁকা মাঠে আগে থেকেই ওত পেতে থাকা ১৫-১৬ জন সন্ত্রাসী রাস্তায় দড়ি দিয়ে মোটরসাইকেল গতিরোধ করে আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।
আহত কামরুজ্জামান বকুল জানান, ব্যাঙ্গা বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্য রওনা হলে গাংগলিয়া ফাকা মাঠের রাস্তায় পৌছালে প্রথমে রাস্তার দুই পাশে দড়ি বেঁধে মোটরসাইকেল গতিরোধ করে ছোট বাচ্চা ছেলে থামতে বলে এবং সেই বাচ্চা ছেলে সিগারেট খাওয়ার জন্য গ্যাস লাইট চাই। এরমধ্যে কতিপয় এক যুবক পিছন দিকে এসে তার গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে।
এ সময় যুবকদের হাতে থাকা কোদালের আচাড়ি, হাতুড় ও জিআই পাইপ, রড দিয়ে তার পালসার মোটরসাইকেল ভাংচুর করে, কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা কেড়ে নিয়ে মারপিট করে ফেলে রেখে চলে যায়।
ভুক্তভোগী আরও বলেন, বামনপুর গ্রামের ইসরাইল হোসেন মোল্লার পুত্র কবির মোল্লা (৬৩) বিএনপির নেতা তার ইন্দনে বামনপুর গ্রামের লিটন মোল্লার পুত্র রিংকু (২০), গোলাম তহুরের পুত্র সাব্বির (২৩) ও জামিরের পুত্র রাজন (২৩) সহ ১৫-১৬ জন লোকজন ছিলো।
এবিষয়ে ভুক্তভোগি বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা রওশন মোল্লা বলেন, ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কি আমার সন্তান সন্ত্রাসী হামলার স্বীকার হবে এই আশায়, আমার পরিবার আওয়ামীলিগ করে একারনে, তাহলে কি এদেশে কোন দল করা যাবে না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাব এই সন্ত্রাসী দের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এই ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কো পাওয়া যায় নাই ।
এবিযয়ে মাগুরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রিয়াজুর ইসলাম রিয়াজ এর কাছে জানতে চাইলে তিনি এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।