মোঃ তারিকুল ইসলাম তুহিন,
জেলা প্রতিনিধি,মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা বাজারের উত্তর পাশে অবস্থিত ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম গ্রাম্য দলাদলির কারণে মামলার দায়ে জেলে হাজতে আছেন। গত বৃহস্পতিবার ২১ নভেম্বর হতে বুধবার ১১ ডিসেম্বর মোট ১৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। সরেজমিনে বিদ্যালয়ের শিক্ষক হাজিরা স্বাক্ষর বই থেকে জানা যায়, গত ২১ ও ২৪ নভেম্বর স্বাক্ষর নাই, ২৫, ২৬, ২৭ ও ২৮ নভেম্বর সিএল ছুটি নেওয়া এবং ১ ডিসেম্বর – ১১ ডিসেম্বর পর্যন্ত হাজিরা বহিতে স্বাক্ষর নাই। ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহমুদ বলেন, সভাপতি মহোদয় কে বিষয়টি অবহিত করেছি। আজ বুধবার ১১ ডিসেম্বর
প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম স্কুলে অনুপস্থিত এবং জেল হাজতে আছেন এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইসরাত জাহান এর কাছে জানতে চাইলে তিনি গড়িমসি করে বলেন এবং বলেন আমাদের আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিব। ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের তথ্য না দেওয়ার প্রস্তাব করেন সহকারি প্রধান শিক্ষককে তার কক্ষে থাকা বিদ্যালেয়র সহকারী শিক্ষিকা শিপ্রা বিশ্বাস ও অফিস সহায়ক জাকির। মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম জানান, ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম এখনও জেলে আছে তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে। সাংবাদিকদেরকে জানান আপনারা ডিসি, ইউএনও ও জেলা শিক্ষা অফিসারকে জানান দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানকে বিষয়টি সাংবাদিকরা জানালে তিনি গড়িমসি কথা বলেছে। মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির জানান, ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম বিদ্যালয়ের অনুপস্থিত কেন বিষয়টি খতিয়ে দেখা হবে। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে সমস্ত পত্রিকা ও পত্রিকার অনলাইনে নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে, সেগুলো ফাইল করে আমার কাছে পাঠান আমি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।