মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

Logo
Desk Report 2 শনিবার, ০৯ ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ

মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন কে ০৯/১১/২৪ তারিখে রাতে সেনাবাহিনী যৌথ বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করেছে ।
জানা যায় সিদ্দিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগ বক্সে মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেনের বিরুদ্ধে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাক্স থেকে টাকা ও মালামাল লুট, বিভিন্ন হুমকি, ভীতি প্রদর্শন, খুনের উদ্যোগ, চাঁদাদাবী,উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী যৌথ বাহিবীর সহায়তায় শনিবার ৯ নভেম্বর রাতে মোঃ কায়জার হোসেন কে গ্রেফতার করে যৌথবাহিনী।
শনিবার দুপুরে শালিখা থানা থেকে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী তে সিদ্দিকুর রহমান বাদী হয়ে শালিখা থানায় ০৯/১১/২০২৪ তারিখে পেনাল কোড ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারা উল্লেখ করে ১.মোঃ মোজাফফর হোসেন টুকু (৬৮) ২.মোঃ কায়জার হোসেন (৪৫) ও ৩.মুস্তাক হোসেন (৪৮) তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জন কে আসামি করে এজাহার দায়ের করেন । যাহা শালিখা থানা নিয়মিত মামলা হিসাবে রুজু করেন। যাহার মামলা নং ০৫।

জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন গ্রামের বাড়ি শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বুনাগাতি এলাকায়। সে সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর পুত্র। কায়জার হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী কামাল এর মদদপুষ্ট। এদিকে মামলার বাদী সিদ্দিকুর রহমান বিএনপি সিনিয়ার নেতা নিতাই রায় চৌধুরী গ্রুপে রাজনীতি করেন বলে জানা যায় এবং তিনি বুনাগাতি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি।

এবিষয়ে জানতে চাইলে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর সহায়তায় কায়জার হোসেন কে বাড়ি থেকে রাতে গ্রেফতার করে থানায় সোপর্দ করে এবং শালিখা থানা আসামীকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।বৈষম্য বিরোধী সাংবাদিক …